ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

কুষ্টিয়ায় তক্ষকসহ ২ ব্যক্তি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৪, জুন ১, ২০১৫
কুষ্টিয়ায় তক্ষকসহ ২ ব্যক্তি আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: ভারতে পাচারের উদ্দেশে কেনাবেচার সময় বিলুপ্ত প্রায় চারটি তক্ষকসহ দুইজনকে আটক করেছে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ।
 
সোমবার (০১ জুন) ভোররাতে কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে রাজু আহম্মেদের বাড়ি থেকে তক্ষকগুলো উদ্ধার ও পাচারকারীদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার হারাভাঙ্গা গ্রামের
কামাল (৩৫) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গার শামীম রেজা (৪০)।

কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী নেওয়াজ বাংলানিউজকে জানান, কামাল ও শামীম রেজা আব্দালপুরের রাজু আহম্মেদের বাড়ি থেকে তক্ষক ক্রয় করছিল। এ সময় পুলিশ অভিযান চালিয়ে প্লাষ্টিকের খাচার ভেতরে থাকা চারটি তক্ষক উদ্ধার করে এবং এর সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করে।
 
এ ব্যাপারে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ছয়জনের নামে মামলা হয়েছে।
 
পুলিশ জানায়, পাহাড়ি অঞ্চল থেকে বিলুপ্ত প্রায় বণ্যপ্রাণী তক্ষক ধরে এনে ভারতে পাচার করা হয়। এই প্রাণী দিয়ে গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি হয়।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জুন ০১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।