ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সাগরে পড়ছে ২৬৯০০০ টন প্লাস্টিক

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
সাগরে পড়ছে ২৬৯০০০ টন প্লাস্টিক ছবি : সংগৃহীত

ঢাকা: প্রতি বছর অজস্র প্লাস্টিক পড়ছে সারা পৃথিবীর সাগরে। যার মাত্র কিছু অংশ জোয়ারের সময় স্রোতে ফিরে আসছে।

আর এ বিষয়টি নজর কেড়েছে পরিবেশ বিজ্ঞানীদের।

সম্প্রতি পরিবেশ বিজ্ঞানীরা একটি জার্নালে প্রকাশিত তাদের প্রতিবেদনে বলেন, সাগরে থাকা এই প্লাস্টিক বিশ্বের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। গবেষকরা জাল ব্যবহার করে গত ছয় বছর ধরে শুধু নমুনা সংগ্রহ করেন। তাদের পাওয়া ৫.২৫ ট্রিলিয়ন প্লাস্টিকের ওজন দাঁড়ায় ২ লাখ ৬৯ হাজার টন। যা একশ’ ভাগের এক ভাগ বলে মনে করছেন গবেষকরা।

এই অসংখ্য প্লাস্টিক টুকরা কোথায় যাচ্ছে তা রহস্য হয়ে দাঁড়িয়েছে গবেষকদের কাছে।

তাদের মতে, ১৯৮০ থেকে প্লাস্টিক ব্যবহার চারগুণ বৃদ্ধি পেয়েছে। প্লাস্টিক টুকরা হলেও এটি মাছ, পাখি এমনকি অন্যান্য প্রাণীরও মৃত্যুর কারণ হতে পারে।

গবেষক কোজার বলেন, এই প্লাস্টিক টুকরাগুলো কোথায় যাচ্ছে তা আমরা জানি না। এর কিছু অংশ স্রোতে ভেসে উঠলেও অধিকাংশই হয়তো সমুদ্র গভীরে থেকে যাচ্ছে।

প্লাস্টিক ব্যবহার কমিয়ে আনা অতীতের তুলনায় এখন অনেক সহজ বলেও দাবি করেন এই গবেষক।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।