ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

বছরে চারশো ডিম পাড়ে বাগান শামুক!

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪
বছরে চারশো ডিম পাড়ে বাগান শামুক! ছবি: সংগৃহীত

ঢাকা: শামুক মূলত পানির কীট। তবে স্থলেও দেখা মেলে প্রচুর শামুক।

বাড়ির বাগ‍ানেও শামুক পরিচিত দৃশ্য। একটু গ্রামাঞ্চালে গেলে কয়েক প্রজাতির শামুকও দেখা যায় বাগানে।

যুক্তরাজ্যে বসবাস করা স্পেনের বৃহদাকার নতুন এক প্রজাতির শামুক ক্যানিবাল স্লাগ।

এদের বৈশিষ্ট্য হলো এরা গাছের পাতা থেকে শুরু করে ময়লা আবর্জনা যা পায় তাই খায়। এদের লাতিন নাম অ্যারিঅন ভালগারিস। স্পেনের এই শামুক ১২ সেন্টিমিটারের চেয়ে বেশি লম্বা হয়, যা সাধারণত বাগানে যে শামুকগুলো দেখা যায় তার চেয়ে বেশ বড়।

চলার গতি ও আকৃতির কারণে এদের হাইব্রিড সুপার-স্লাগও বলা হয়।

মজার বিষয় হলো সাধারণত ডিম পাড়ার জন্য শামুকের সঙ্গীর প্রয়োজন হয়। কিন্তু নতুন প্রজাতির এই বৃহদাকার শামুক সঙ্গী ছাড়াই ডিম পাড়তে সক্ষম।

যুক্তরাজ্যের কালো রঙের শামুক যেখান সারা বছরে ডিম পাড়ে একশোটি সেখানে বৃহদাকার এই শামুক ডিম পাড়ে চারশো।

প্রজনন মৌসুমে এরা কখনও কখনও স্পেন থেকে যুক্তরাজ্যের মাঝামাঝি অঞ্চলেও প্রবেশ করে।

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad