ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

মেক্সিকোতে ঝড়ে আটকা পড়েছেন ৩০ হাজার পর্যটক

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪
মেক্সিকোতে ঝড়ে আটকা পড়েছেন ৩০ হাজার পর্যটক

ঢাকা: হ্যারিকেন আঘাতের পর বাজা ক্যালিফোর্নিয়ার পেনিনসুলা অঞ্চলে ৩০ হাজার পর্যটক আটকা পড়েছেন।

বুধবার দেশটির সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানায়।



‍ঝড়ের পরে ফুয়েল স্টেশন ও পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ থাকায় লস কাবো’র বিমান বন্দরে শত শত মানুষ ভিড় জমিয়েছেন উড়োজাহাজে উঠতে।

মেক্সিকোর সেনাবাহিনী ও বাণিজ্যিক উড়োজাহাজ কোম্পানি বিচ্ছিন্ন হয়ে পড়া পর্যটকদের আকাশ পথে নিরাপদে আনা শুরু করেছে।

দেশটি পুলিশ জানায়, ইতোমধ্যে পর্যটকদের আকাশ পথে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নাগরিকদের সেবা দানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার প্রতিনিধিরা আমাদের সহযোগিতা করছেন।

রোববার দিনগত রাতে হ্যারিকেন আঘাত হানার পর ২৬ হাজার বিদেশি এবং চার হাজার মেক্সিকান নাগরিককে সমুদ্র সৈকত থেকে স্থানীয় হোটেলে নিয়ে যাওয়া হয়।

এদিকে দেশটির কর্তৃপক্ষ দাবি করছেন, প্রবল ঝড় হলেও কোনো নিহতের সংবাদ পাওয়া যায় নি। তবে ১৩৫ জন্য আহত হয়েছেন।

ইউএস ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে, ঝড়ের তীব্রতা ছিল ঘণ্টায় ৮৫ কিলোমিটার (৫০ ‍মাইল)। ওই অঞ্চলে এখনও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।