ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

ওজনস্তর সুরক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪
ওজনস্তর সুরক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

ঢাকা: ওজনস্তর সুরক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
 
তিনি বলেন, ওজনস্তরে ক্ষতিকারক দ্রব্য হাইড্রোক্লোরোফ্লোরো কার্বনের (এইচসিএফসি) ব্যবহার কিভাবে কমানো যায় সে নিয়ে কাজ চলছে।

জীববৈচিত্র রক্ষা, ওজনস্তর রক্ষা তথা পরিবেশ ব্যবস্থাপনায় আমাদের অবস্থান স্পষ্ট।

আশাকরি সমাজের সব মানুষের সহায়তায় আমরা সার্বিক পরিবেশ সুরক্ষিত করতে পারবো।

সোমবার রাজধানীর বন ভবনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

আন্তর্জাতিক ওজন দিবস-২০১৪ উপলক্ষে সেমিনারের আয়োজন করে পরিবেশ অধিদফতর।

আয়োজক সংস্থার মহাপরিচালক রইছউল আলম মণ্ডলের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম, অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. শাহজাহান প্রমুখ বক্তব্য রাখেন।

পরিবেশ মন্ত্রী বলেন, ওজনস্তর সুরক্ষায় আমরা অবিচল। ইতিমধ্যে ক্ষতিকারক গ্যাস ক্লোরোফ্লোরো কার্বন (সিএফসি), হ্যালন, কার্বনটেট্রাক্লোরাইড, মিথাইল, ক্লোরোফরম ও মিথাইল ব্রোমাইডের ব্যবহার রোধ করা হয়েছে। বর্তমানে এইচসিএফসি গ্যাসের ব্যবহার রোধে কাজ করা হচ্ছে। আশা করি শিগগিরই একটি গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে।

রইছউল আলম মণ্ডল বলেন, এইচসিএফসি’র আমদানি, রফতানি ও ব্যবহারের বিষয়টি পুনর্নির্ধারিত করতে একটি বিধিমালা প্রণয়ন করা হচ্ছে। এ বিধিমালা ওষুধ শিল্পে সিএফসি’র পুনঃব্যবহার রোধ করবে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।