ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

ঠিক গাছ নয়, তবে গাছ!

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪
ঠিক গাছ নয়, তবে গাছ! ছবি: সংগৃহীত

ঢাকা: আমরা প্রায়ই ভুলে যাই গাছ আমাদের কত বড় বন্ধু। গাছ কার্বন-ডাই-অক্সাইডকে অক্সিজেনে রূপান্তর করে বলে আমরা শ্বাস নিতে পারি।

গাছ আমাদের ছায়া দেয়, আশ্রয় দেয়, খাবার দেয়।

সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা যখন বুক ভর্তি তাজা নিঃশ্বাস নেই তখন এ কথাগুলো মনে পড়লে হয়তো আমরা অনেকেই নিকটবর্তী কোনো গাছকে জড়িয়ে ধরে বলতাম ‘ধন্যবাদ’।

বাংলানিউজের ‘পরিবেশ ও জীববৈচিত্র্য’ পাতার পাঠদের কিছু গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই।

নির্দ্বিধায় স্বীকার করা যায়, সব গাছই ঠিক গাছ ন‍া। তবে গাছের তালিকায় নিয়ে আসা হয় কেননা এগুলো যেমন অসাধারণ সুন্দর, তেমনই বিশাল।

এর মধ্যে উইসটেরিয়াকে বলা যেতে পারে এক ধরণের লতা, রোডোডেনড্রনকে বলা যেতে পারে ঝোপ আর বাঁশকে নানা কারণে ঘাস পরিবারের সদস্য ধরে নেয়া হয়। তারপরও এগুলো গাছ!

কানাডার ১২৫ উর্ধ্ব রোডোডেনড্রন গাছ
প্রাচীন গ্রিক শব্দ ‘রোডোন’, এর ইংরেজি সমার্থক শব্দ ‘রোজ’ অর্থাৎ গোলাপ এবং ‘ডেনড্রন’ হলো ‘ট্রি’ অর্থাৎ গাছ। সাধারণত এ প্রজাতির গাছকে ঝোপ শ্রেণির মধ্যে ধরা হয়। কিন্তু এর সৌন্দর্যের কারণে নিশ্চয়ই আপনি নির্দ্বিধায় একে গাছ বলে স্বীক‍ার করবেন।

জাপানের ১৪৪ বছর বয়সী উইসটেরিয়া গাছ
এই অসাধারণ ছবি দেখলেই মনে হবে সন্ধ্যার পরে আকাশ যেন গোলাপী আর বেগুনী রঙে সেজেছে। জাপানের যে কাউকে প্রশ্ন করলে তিনি আপনাকে আসিকাগা ফ্লাওয়ার পার্ক’র পাশে ১৯৯০ বর্গ মিটার জুড়ে বিস্তৃত গাছ দেখিয়ে বলবে এটিই সবচেয়ে প্রাচীন উইসটেরিয়া। এটি লতা প্রজাতির মধ্যে পড়লেও দেখতে একদম গাছের মতো।

নিউজিল্যান্ডের উইন্ড-সুইপ্ট ট্রি
গাছটি দেখতে যতো সুন্দর, ততটাই উপকারী। অনেকটা আমাদের আধুনিক প্রযুক্তির মতো। পৃথিবীতে অনেক জায়গা রয়েছে যেখানে প্রকৃতির নিয়মই চূড়ান্ত। তেমনই একটি জায়গা নিউজিল্যান্ডের স্লোপ পয়েন্ট। এ অঞ্চলের ওপর দিয়ে সাগরের প্রচণ্ড ঝড়ো বাতাস বয়ে যায়। এই বৈরী আবহাওয়ার মধ্যেও আপনি ভিন্ন ধরণের সৌন্দর্য খুঁজে পাবেন। বাতাসের কারণে ভিন্ন আকার ধারণ করা উইন্ড-সুইপ্ট ট্রি সত্যিই চমৎকার।

অরেগন পোর্টল্যান্ডের বিউটিফুল জাপানী ম্যাপল

অরেগন অ্যান্টার্কটিক সমুদ্র সৈকতের হ্যাংগিং মস

জার্মানির চেরিগাছ

দক্ষিণ ক্যারলিনার জন’র আইসল্যান্ডের অ্যাঙ্গেল ওয়াক

ব্রাজিলের ফ্লামবয়েন্ট ট্রি

ইয়েমেনের ড্রাগনব্লাড ট্রি

ক্যালিফোর্নিয়ার প্রেসিডেন্ট সেকোইয়া ট্রি
ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল পার্কে ২৪১ ফুট (৭৩ মিটার) লম্বা গাছ প্রেসিডেন্ট। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তর সেকোইয়া গাছ।

অরিগনের ম্যাপেল ট্রি

দক্ষিণ আফ্রিকার যাকারানডাস

দক্ষিণ ক্যারোলিনার এ্যভিনিউ অব ওয়াকস

মাদাগাসকারের বাওবাব ট্রি

উত্তর অ্যায়ারল্যান্ডের দ্য ডার্ক হেডেজ

হাওয়াইয়ের রেইনবো ইউক্যালিপটাস








বাংলাদেশ সময়: ০৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad