ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

তরুপল্লবের ১৮তম গাছ দেখা গাছ চেনা ৫ সেপ্টেম্বর

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪
তরুপল্লবের ১৮তম গাছ দেখা গাছ চেনা ৫ সেপ্টেম্বর

ঢাকা: গাজীপুরের হাতিয়াবোয় অবস্থিত আরণ্যকে তরুপল্লবের ১৮তম ‘গাছ দেখা গাছ চেনা’ ও ‘শরৎ উদযাপন’ কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর।

অনুষ্ঠানে বৃক্ষ ও প্রাণবৈচিত্র্যর সঙ্গে পরিচয় করিয়ে দিতে উপস্থিত থাকবেন কথাশিল্পী বিপ্রদাশ বড়–য়া, উদ্ভিদবিদ শামসুল হক, পাখি পর্যবেক্ষক ও গবেষক ইনাম আল হক, মোকারম হোসেন প্রমুখ।



অনুষ্ঠানে তরুপল্লবের সদস্যসহ শুধু নিবন্ধিত ব্যক্তিরাই অংশ নেওয়ার সুযোগ পাবেন। তাই অংশগ্রহণ নিশ্চিত করতে তরুপল্লবের সদস্যসহ আগ্রহী প্রকৃতিপ্রেমিকদের আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে (ব্যবস্থাপনা খরচ বাবদ) তিনশ (৩০০) টাকা জমা দিয়ে নাম তালিকাভুক্তির জন্য অনুরোধ জানানো হচ্ছে।

ব্যবস্থাপনা ফি সরাসরি অথবা ০১৮২৩ ৯৬৯২৩৬ নম্বরে বিকাশের মাধ্যমে পাঠানো যাবে।

যাতায়াতের সুবিধার্থে সকাল ৭টায় শাহবাগ পিজি হাসপাতাল লাগোয়া ফুট ওভার ব্রিজের নিচ থেকে একটি বাস ছাড়বে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।