ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

সাগরতলের বিস্ময়-১

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪
সাগরতলের বিস্ময়-১ ছবি: সংগৃহীত

ঢাকা: পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল। প্রায় ছয় হাজার বছর সময় আর নগর সভ্যতার এত সুযোগ-সুবিধা নিয়ে এখনও স্থলভাগের সব রহস্যের সমাধান হয়নি।

সেখানে জলভাগের কথা না তোলাই ভালো!

বিশেষজ্ঞদের মত, জলের নিচের দুনিয়া আমাদের জ্ঞান-গরিমার বাইরে। আমরা কেবল দেখতে পারি, শুনতে পারি আর বিস্মিত হতে পারি।

অকুতোভয় ডুবুরিরা জীবন হাতে নিয়ে তুলে আনছেন অবিশ্বাস্য সব ছবি। আক্ষরিক অর্থে, মানবকুলের এ বিরাট প্রচেষ্টা সমুদ্রে সুই ফেলার মতো। এও কম কী!

দেখে নেওয়া যাক জলের নিচের কিছু বিস্ময়কর ছবি। সাগরতলের বিস্ময়ের প্রথম পর্বে থাকছে আটটি ছবি।

বাহামাসের নাসাউ-এ টাইগার বিচের গভীর জলরাশি থেকে তোলা একটি হাঙর (লেমন শার্ক)।


ক্রিসমাস ট্রি’র আদলে একটি সামুদ্রিক কোরাল। মেক্সিকোর কজিউমেলের জলগভীর থেকে তোলা।

বাহামাসের নাসাউ-এ টাইগার বিচের গভীর জলরাশির ১৯ ফুট লম্বার একটি মেয়ে হাঙর (টাইগার শার্ক)


বারমুডার জলে বব ফিশ।

ফোরিডার কে ওয়েস্ট জলের একটি মুন জেলিফিশ।


কানেক্টিকাটের গর্টনের জলগভীর থেকে তোলা ৪৫ ফুট লম্বা একটি কাঁকড়া।

মেক্সিকোর কজিউমেলের জলে ডুবে যাওয়া জাহাজ ফেলিপ জিকোটেনকাটি। ১৯৯৯ সালে এটি ডুবে যায়।


ফ্রান্সের রানগিরোয়া নীল জলে ডলফিনের ভ্রমণ।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।