ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

‘ওয়াইল্ডলাইফ পিকচার অ্যাওয়ার্ড’র সেরা ছবি

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪
‘ওয়াইল্ডলাইফ পিকচার অ্যাওয়ার্ড’র সেরা ছবি

ঢাকা: বন্যপ্রাণিদের জীবন মানেই বিচিত্র সব কাণ্ডকারখানা আর বিস্ময় পরিপূর্ণ।

‘ওয়াইল্ডলাইফ পিকচার অ্যাওয়ার্ড’র চলতি বছরের ছবিগুলোতে এরকম দুর্লভ সব মূহূর্তই ফ্রেমবন্দী হলো।



কোনো ছবিতে পর্যটকের আইফোন চুরি করেছে দুষ্টু বানর। আবার কোনো ছবিতে এক অল্পবয়সী সিংহী আড়‍ামোড়া ভাঙছে।



আরও আছে, স্বয়ং সিংহের থাবার নিচে আশ্রয় নেওয়া ইঁদুরের ছবি।


এক বাচ্চা বানরের কাপড় ধরে ঝোলার ছবিও ভোলার নয়। কী দারুণ অকৃত্রিম একান্ত মূহূর্তের সব ছবি।


ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ৫০ বছর পূর্তিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ী একটি ট্রফিসহ পেয়েছেন বাংলাদেশি টাকায় ১২ লাখ ৯০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ০৮০৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।