ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

আলতাদীঘিতে এবার হনুমানের মৃত্যু

শফিক ছোটন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪
আলতাদীঘিতে এবার হনুমানের মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর ধামইরহাট জাতীয় উদ্যানের সেই বানর-হনুমানগুলোর মধ্যে একটি ল্যাঙ্গর প্রজাতির বড় হনুমান মারা গেছে।

ধামইরহাট উপজেলা বনবিট কর্মকর্তার কার্যালয়ে বেঁধে রাখা অবস্থায় বৃহস্পতিবার ভোরে হনুমানটির মৃত্যু হয়।



ঘটনার পর থেকে স্থানীয় প্রাণী সেবকরা বিষয়টি গোপন করার চেষ্টা করে। পরে অবশ্য রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা রেজাউল করিম বাংলানিউজের কাছে বিষয়টি স্বীকার করেছেন।

তিনি জানান, রাতে হঠাৎ করেই পেট ফেপে অসুস্থ হয়ে পড়ে হনুমানটি। পরে ভোরের দিকে সেটি মারা যায়।

ফুড পয়জনিংয়ে হনুমানটির মৃত্যু হয়েছে বলে তিনি ধারণা করছেন।  

এদিকে হনুমানটির মৃত্যুর কারণ হিসেবে সংশ্লিষ্ট বিভাগকেই দায়ী করেছেন স্থানীয় বাসিন্দা ও প্রাণী বিশেষজ্ঞরা।

ধামইরহাট সদরের বাসিন্দা সুজন, হারুনসহ বেশ কয়েকজন বাংলানিউজকে জানান, প্রাণীগুলো বনবিট কর্মকর্তার কার্যালয়ের পেছনে অবহেলায় বেঁধে রাখা হয়। কোনো চিকিৎসা দেওয়া হয় না সেগুলোকে। এমনকি খাবারও দেওয়া হয়না ঠিক মতো।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ফিরোজ জামান বলেন, ধামইরহাটে অযত্ন অবহেলায় বেঁধে রাখা ওইসব প্রাণীর জীবন বিপন্ন হলে এর জন্য সংশ্লিষ্ট বিভাগই দায়ী থাকবে।

প্রাণীগুলো দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।

ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেমায়েত উদ্দিন বাংলানিউজকে জানান, এর আগে প্রাণীগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দিলেও বনবিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ তা আমলে নেয়নি। অবহেলায় প্রাণীগুলো মারা গেলে সংশ্লিষ্ট বিভানগই দায়ী থাকবে।

** নতুন পরিবেশে চলতে পারছে না বানর-হনুমান

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।