ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

চীনে জন্ম নিলো বিরল ৩ ট্রিপলেট পান্ডা

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
চীনে জন্ম নিলো বিরল ৩ ট্রিপলেট পান্ডা

ঢাকা: পৃথিবীতে যোগ হলো বিরল প্রজাতির ট্রিপলেট পান্ডার আরও তিন সদস্য। কৃত্রিম প্রজনন পদ্ধতির মাধ্যমে সম্প্রতি চীনের ওলং প্রজনন কেন্দ্রে জন্ম নেয় পান্ডাগুলো।



বাচ্চা পান্ডাগুলোর সুস্থতা নিশ্চিত করতেই প্রজননবিদরা জন্মের প্রায় দুই সপ্তাহ পর গণমাধ্যমে এ খবর প্রকাশ করেছে।

চীনের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মা ‘জু জিয়াও’ ও বাচ্চাগুলো সুস্থ রয়েছে। বাচ্চা তিনটি চার ঘণ্টার মধ্যে জন্ম নেয়। তাদের ওজন আট থেকে ১২ আউন্স।

মার্চে মা জু জিয়াওয়ের প্রজনন প্রক্রিয়া শুরু হয়। গর্ভাবস্থার শেষ সপ্তাহে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় মা পান্ডাকে।  

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।