ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

আলীকদমে ময়না পাখি ও হরিণ উদ্ধার, আটক ১

উপজেলা করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪
আলীকদমে ময়না পাখি ও হরিণ উদ্ধার, আটক ১ ময়না / হরিণ / ছবি : ফাইল ফটো

লামা (বান্দরবান): বান্দরবানের আলীকদম উপজেলায় ১১টি ময়না পাখির বাচ্ছা ও একটি হরিণসহ দুলাল দাশ (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আলীকদম বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ময়না ও হরিণ লামা বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বন্য হরিণ ও ময়না পাখি আটক রাখা হয়েছে -এমন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনাবাহিনীর কর্পোরাল জিল্লুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় সেনা সদস্যরা রাতে বাজার পাড়ার দুলাল দাশের বাড়িতে অভিযান চালায়।

ওই বাড়ি থেকে ১১টি ময়না পাখি এবং একটি  সাড়ে সাত কেজি ওজনের হরিণ উদ্ধার করা হয়। এসময় বন্য প্রাণী আটকে রাখার অভিযোগে বাড়ির মালিক দুলাল দাশকে আটক করে সেনাবাহিনী।
 
সেনাবাহিনীর কর্পোরাল জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, উদ্ধারকৃত ময়না পাখি ও হরিণ অন্যত্র পাচারের জন্য আটকে রাখা হয়েছিল।
 
লামা বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী ময়না পাখি ও হরিণ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বন্য প্রাণি সংরক্ষণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।