ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

বড়শিতে উঠল ৯৪ কেজির ‘গরিলা’ মাছ!

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪
বড়শিতে উঠল ৯৪ কেজির ‘গরিলা’ মাছ!

ঢাকা: এটাকে মাছ না বলে গরিলা বলাই ভালো! প্রায় দুই ঘণ্টা যুদ্ধের পর ড্যানিয়েল বেনেটের বড়শিতে যে প্রকাণ্ড মাছটি উঠল তার ওজন যে কোনো নারী গরিলার থেকে বেশি!

ব্রিটিশ রেকর্ড ফিশ কমিটি’র এক প্রতিনিধি নিশ্চিত করেছেন, সাম্প্রতিক রেকর্ডের তালিকা অনুযাযী ব্রিটিশ উপকূল থেকে ধরা এটি সবথেকে বড় মাছ। মাছটির ওজন প্রায় ৯৪ কেজি।



খবর মিররের।

যিনি মাছটি ধরলেন, তিনি কী বলছেন? নর্থ ইয়র্কসের ড্যানিয়েল জানান, আমরা এর আগে এত বড় মাছ ধরিনি। আমরা ভেবেছিলাম এটি ৬৫ থেকে ৭০ কেজির মতো হবে। কিন্তু মাছটির ওজন ৯৪ কেজি। আমার তো বিশ্বাসই হচ্ছে না!

বিশাল বপু এ মাছটি লম্বায় ৮৮.২৫ ইঞ্চি ও চওড়ায় ৬৬.৭৫ ইঞ্চি। তবে মজার ব্যাপার হলো, ড্যানিয়েল সানন্দে মাছটি ছেড়ে দিয়েছেন সাগরে।
এর আগে ব্রিটিশ উপকূল থেকে ধরা সবচেয়ে বড় মাছটি ছিল প্রায় ৭২ কেজির। লুইসের আইসলে থেকে ১৯৯৪ সালে মাছটি ধরা হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ২২ জুলাই, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।