ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

সিলেট বন অফিস ঘেরাও রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জুন ২১, ২০১৪
সিলেট বন অফিস ঘেরাও রোববার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: রাতারগুল সোয়াম্প ফরেস্ট রক্ষায় এবার ফুঁসে উঠেছে পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ। রাতারগুল বনে ফের ওয়াচ টাওয়ার নির্মাণ কাজ শুরু করায় রোববার বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে সংগঠনটি।



শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুর ১২টায় বিভাগীয় বন কর্মকর্তার অফিস ঘেরাও করবেন তারা। কর্মসূচিতে পরিবেশ সচেতন সর্বস্তরের নাগরিককে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে ভূমিসন্তান বাংলাদেশ।

গত ২২ এপ্রিল রাতারগুল জলারবন সংরক্ষণ কমিটিসহ পরিবেশকর্মীদের আমরণ অনশনের মুখে রাতারগুলে ওয়াচ টাওয়ার নির্মাণ কাজ বন্ধ করে বনবিভাগ।

এ বিষয়ে বিশেষজ্ঞ মতামত নিয়ে বনে অন্য কর্মকাণ্ড পরিচালনার আশ্বাস
দিলেও কোনো বিশেষজ্ঞের পরামর্শ বা মতামত না নিয়ে গোপনে ফের ওয়াচ টাওয়ার নির্মাণ কাজ শুরু করেছে বন বিভাগ।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুন ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।