ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

রাতারগুল সম্পর্কে স্পষ্ট বক্তব্য না দিলে কঠোর আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জুন ১১, ২০১৪
রাতারগুল সম্পর্কে স্পষ্ট বক্তব্য না দিলে কঠোর আন্দোলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: রাতারগুল জলাবন সম্পর্কে বনবিভাগ স্পষ্ট বক্তব্য না দিলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন পরিবেশ রক্ষাকারী সংগঠন প্রাধিকার ও ‘ভূমিসন্তান বাংলাদেশ’র নেতৃবৃন্দ।

বুধবার বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার সংগঠন (প্রাধিকার) ও পরিবেশ আন্দোলন ‘ভূমিসন্তান বাংলাদেশ’র মতবিনিময় সভা বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ভবনে অনুষ্ঠিত হয়।



মতবিনিময় সভায় ভূমিসন্তান বাংলাদেশ’র সাথে পরিবেশ নিয়ে কাজ করতে প্রাধিকার কর্মীরা ঐক্যমত প্রকাশ করেন। এসময় উভয় সংগঠনের কর্মীরা পরিবেশ আন্দোলন সংক্রান্ত বিষয়ে মুক্ত আলোচনা করেন। এছাড়া রাতারগুল জলাবনে বনবিভাগের পরিবেশ বিধ্বংসী কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করেন।   

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রাধিকার’র ভারপ্রাপ্ত সভাপতি মওদূদ আহমদ। সাধারণ সম্পাদক জয় প্রকাশ রায়ের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- ভূমিসন্তান বাংলাদেশ’র সমন্বয়ক আশরাফুল কবীর, কর্মী বিপ্লব দেব, দ্বোহা চৌধুরী, প্রাধিকারের সহ-সভাপতি শাওন দত্ত, নাঈমুল ইসলাম নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক তারিক ইবনে হাই দিগন্ত।

এসময় উপস্থিত ছিলেন ভূমিসন্তান বাংলাদেশ’র কর্মী অনিমেষ ঘোষ, রুবেল আহমদ কুয়াশা, শুয়াইব হাসান, প্রাধিকার’র যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন দাস, সাংগঠনিক সম্পাদক নুপুর ধর, হারুনুর রশীদ, পাবলিক রিলেশন সেক্রেটারি সাহেদ আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ১১জুন,২০১৪




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।