ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

পরিবেশ বাঁচাতে রাজশাহীতে সাইকেল শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জুন ৬, ২০১৪
পরিবেশ বাঁচাতে রাজশাহীতে সাইকেল শোভাযাত্রা

রাজশাহী: পরিবেশ বাঁচানোর দাবিতে রাজশাহীতে বাইসাইকেল শোভাযাত্রা করেছে ভলেনটিয়ারস ফর বাংলাদেশ নামের একটি সংগঠন।

শুক্রবার বিকেলে মহানগরীর গৌরহাঙ্গা রেল গেট থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে শেষ হয়।



জাগো ফাউন্ডেশনের সহযোগী সংগঠন ভলেনটিয়ারস ফর বাংলাদেশ পথশিশুদের মধ্যে বিনামূল্যে শিক্ষার আলো বিতরণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও কাজ করে যাচ্ছে।

এরই অংশ হিসেবে তারা সাইকেল শোভাযাত্রা করার সিদ্ধান্ত নেয়। ত্রিশ জন ছেলে-মেয়ে হলুদ টি-শার্ট পরে রেলগেট থেকে শোভাযাত্রাটি বের করে। এসময় রাস্তার দু’পাশের লোকজনকে পরিবেশ সংরক্ষণের আহ্বান এবং তরুণ-তরুণীদের সাইকেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

এর আগে ভলেনটিয়ারস ফর বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুন ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।