ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

মৌলভীবাজারে বিশ্ব পরিবেশ দিবসে বর্ণাঢ্য র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুন ৫, ২০১৪
মৌলভীবাজারে বিশ্ব পরিবেশ দিবসে বর্ণাঢ্য র‌্যালি

মৌলভীবাজার: হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াবো না আর-এ স্লোগনকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০১৪।

বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি ধর, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আশরাফুল ইসলাম, বন কর্মকর্তা মাহবুবুর রহমান, শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা র‌্যালিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।