ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

বেনাপোলে আটক পাখি বন বিভাগে হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জুন ৪, ২০১৪
বেনাপোলে আটক পাখি বন বিভাগে হস্তান্তর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বেনাপোলে বিজিবি সদ্যদের হাতে আটক বিভিন্ন প্রজাতির ৫০টি পাখি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার দুপুরে খুলনার গোয়ালখালীতে ২৩ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দপ্তরে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান (পিএসসি) খুলনা বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মফিজুর রহমান চৌধুরীর কাছে পাখিগুলো হস্তাস্তর করেন।



গত ১ জুন যশোর জেলার বেনাপোল উপজেলার পুটুয়াখালীর মহিষডাঙ্গা গ্রাম থেকে কাঠের বাক্সে করে নিয়ে যাচ্ছিল। এ সময় পুটখালী বিওপির জেসিও-৫২২৫ সুবেদার শফিউদ্দিন হাওলাদারের নেতৃত্বে একটি টহল দল তাকে ধাওয়া দিলে পাখিগুলো রেখে চলে যায়। পরে পাখিগুলো উদ্ধার করে বিজিবি।

পাখিগুলোর মধ্যে রয়েছে- দুইটি বিদেশি কাকাতুয়াসহ ৪৮টি বিভিন্ন প্রজাতির টিয়া পাখি। বিজিবি জানিয়েছে, পাখিগুলোর মূল্য প্রায় ২২ লাখ টাকা।

পাখি হস্তান্তরের সময় বিজিবির উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:  ১৭১৭ ঘণ্টা, জুন ৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।