ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

বাগেরহাটে ৮৫ কেজি ওজনের বাঘা আইড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মে ২৭, ২০১৪
বাগেরহাটে ৮৫ কেজি ওজনের বাঘা আইড় ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাট শহরের মাছ বাজারে ৮৫ কেজি ওজনের বিশাল এক বাঘা আইড় মাছ বিক্রির জন্যে আনা হয়েছে।

মঙ্গলবার সকালে মাছটি বাজারে আন‍ার পর এককভাবে কোনো ক্রেতা না পাওয়ায় অবশেষে প্রতি কেজি এক হাজার টাকা দরে বিক্রি শুরু করেন বিক্রেতা।



এদিকে, বিশালাকৃতির মাছের খবর জানাজানি হলে মাছটি দেখতে বাজারে ভিড় জমান উৎসুক জনতা। দামের কারণে কিনতে না পারলেও মাছটি দেখেই তৃপ্ত অনেকে।

বিক্রেতা মো. জাকির জানান, সোমবার রাতে তিনি পদ্মা নদী থেকে ধরা এই মাছটি বাজারে আনেন। তিনি মাছটির দাম হাঁকেন ৮৫ হাজার টাকা। কিন্তু এতো দামে কোনো ক্রেতা না পাওয়ায় মাছটি কেটে কেজি প্রতি এক হাজারে বিক্রি শুরু করেন। দুপুর ২টা পর্যন্ত মাছটির প্রায় অর্ধেক অংশ ওই দামে বিক্র করতে পেরেছেন তিনি।

এর আগে যমুনায় ১০৫ কেজি ওজনের একই প্রজাতির একটি মাছ পাওয়া গিয়েছিল বলে জানান তিনি।

তবে বিক্রেতা মাছটিকে বাঘা আইড় দাবি করলেও উপস্থিত অনেক ক্রেতা এটিকে গাগড়া টেংড়া বা মেদ মাছ বলে দাবি করেন।

এদিকে, চড়া দামে হলেও অনেকেই হাজার টাকা দরেই মাছ কিনে নিয়ে যাচ্ছেন। বাজারে মাছ কিনতে আসা যুক্তরাজ্য প্রবাসী আরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, ওদেশে এর চেয়েও বড় বড় মাছ পাওয়া গেলেও এমন তরতাজা নয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।