ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

জুড়ীতে গাছ বিহীন কলার মোচা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মে ২৬, ২০১৪
জুড়ীতে গাছ বিহীন কলার মোচা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের কালিনগর টিল্লা গ্রামের মো. ফারুক মিয়ার বাড়িতে গাছ বিহীন চারটি কলার মোচা বের হয়েছে।

মো. ফারুক মিয়া বাংলানিউজকে জানান, সম্প্রতি তিনি কলা গাছগুলো কেটে ফেলেন।

তার কিছুদিন পরে কেটে ফেলা ওই গাছের গোড়া থেকে কলার মোচা বের হয়। এখন ওই মোচা থেকে কলা বের হচ্ছে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ এ মোচা দেখার জন্য তার বাড়িতে ভিড় জমাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।