ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

বিরল প্রজাতির হনুমান উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪
বিরল প্রজাতির হনুমান উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: নাটোরের গুরুদাসপুর থেকে বিরল ও বিপন্ন প্রজাতির একটি হনুমান উদ্ধার করেছে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্ধারকারী দল।

হনুমানটিকে গুরুদাসপুর থানার নিয়ামতপুর বাজার সংলগ্ন শিধুলী পূর্বপাড়া গ্রামে আটকে রাখা হয়েছিল।



রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিম বাংলানিউজকে জানান, গ্রামের লোকজন হনুমানটিকে আটক করে সাজু নামের এক যুবকের হেফাজতে রাখেন। খবর পেয়ে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্ধারকারী একটি দল সেখানে গিয়ে প্রাণীটি উদ্ধার করেন।

তিনি বলেন, উদ্ধার করা হনুমানটি আহত থাকায় চিকিৎসার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি  বিভাগের প্রফেসর ড. জালাল উদ্দিন সরদারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাণীটি সম্পূর্ণ সুস্থ্য হলে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad