ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

পেরেক ঠোকার প্রতিবাদে গাছে ব্যান্ডেজ!

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪
পেরেক ঠোকার প্রতিবাদে গাছে ব্যান্ডেজ! ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোয়ালন্দ (রাজবাড়ী): ‘গাছেরও প্রাণ আছে’ স্যার জগদীশ চন্দ্র বসুর এ উক্তি সম্বলিত প্ল্যাকার্ড ঝুলিয়ে ও গাছে প্রতীকী ব্যান্ডেজ লাগিয়ে গাছে পেরেক ঠোকার প্রতিবাদ জানানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ বাজার রেলস্টেশন এলাকায় অভিনব এ কর্মসূচি পালন করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘একজ জাগরণে’।



স্থানীয়রা জানান, গোয়ালন্দ উপজেলার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের স্থানীয় সামাজিক সংগঠন ‘একজ জাগরণে’ এলাকার সৌন্দর্য বর্ধনে ২০১১ সালে গোয়ালন্দ বাজার স্টেশন পার্শ্ববর্তী এক কিলোমিটার এলাকা জুড়ে কৃষ্ণচূঁড়া গাছের চারা রোপন করে।

কৃষ্ণচূঁড়া গুলোতে এ বছর ফুল ফুটতে শুরু করেছে। গাছগুলো একটু মোটা হতেই বিভিন্ন ব্যানার-ফেস্টুন ঝোলাতে তাতে ঠোকা হয়েছে বড় বড় পেরেক। এতে গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

‘একজ জাগরণে’র আহ্বায়ক সুজন সরোয়ার বাংলানিউজকে বলেন, কৃষ্ণচুঁড়া গাছগুলো বড় হওয়ায় এলাকার সৌন্দর্য বেড়েছে। কিন্তু মানুষের নির্মমতার শিকার হয়ে এ গাছগুলো বেড়ে ওঠা কঠিন হয়ে গেছে।

বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার-ফেস্টুন, বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন ঝোলাতে এক একটি গাছে অসংখ্য বড় বড় পেরেক ঠোকা হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা এ ধরনের প্রতীকী প্রতিবাদ জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।