ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

পরিবেশ বিপর্যয়ে হুমকির মুখে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৪
পরিবেশ বিপর্যয়ে হুমকির মুখে বাংলাদেশ

সিলেট: মানবসৃষ্ট সমস্যা ও শান্তিবিমুখী কর্মকাণ্ডের প্রভাবে পরিবেশ স্বাভাবিক ভারসাম্য হারিয়েছে। আর পরিবেশ বিপর্যয়ের কারণে অন্য দেশের তুলনায় সবচেয়ে হুমকির মুখে আছে বাংলাদেশ।



সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় সবুজ সম্মেলনের ভাষণে বক্তারা এ কথা জানান।

বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রমেন্ট বিভাগ ও পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন জিওগ্রাফি স্কুল অব বাংলাদেশ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ফিজিক্যাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাকির হোসেন এবং প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায়।

সভাপতিত্ব করেন সম্মেলন কমিটির আহবায়ক ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. শরীফ মো. শরাফুদ্দীন।

সম্মেলনে গ্রিন টক উইথ এক্সপার্টস, গ্রিন গেমস এবং ডকুমেন্টারি অ্যান্ড গ্রিন ফিল্ম ফেস্টিভাল- এই তিনটি অংশ সম্পন্ন হয়।

গ্রিন টক উইথ এক্সপার্টস অংশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিওগ্রাফি অ্যান্ড এনভায়রমেন্ট বিভাগের প্রভাষক মো. আনোয়ারুল ইসলাম।

তিনি উপকূলীয় অঞ্চলের পরিবেশ বিপর্যয়ের কারণে এর প্রভাব এবং উপকূলবর্তী মানুষের জীবনে এর প্রভাব নিয়ে উপস্থিত অংশগ্রহণকারীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রজেক্ট অফিসার আবদুল্লাহ আল রেজওয়ান।

তিনি জলবায়ু পরিবর্তন আমাদের অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করে সে সম্পর্কে ধারণা দেন।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশ গ্রিন গেমস পরিচালনা করেন জিওগ্রাফি অ্যান্ড এনভায়রমেন্ট বিভাগের শিক্ষার্থী জান্নাতুন নাঈম। গ্রিন গেমস-১ এর শিরোনাম ছিল ‘ফেস দি ডিজাস্টার’।

অনুষ্ঠানটির তৃতীয় অংশ গ্রিন ডকুমেন্টারি এবং ফিল্ম ফেস্টিভাল যেখানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’র পক্ষ থেকে বাংলাদেশের বিপন্ন বন্য প্রাণী নিয়ে একটি সংক্ষিপ্ত প্রামাণ্য চিত্র দেখানো হয়।

গ্রিন ফিল্ম অংশে জিওগ্রাফি স্কুল অব বাংলাদেশে পক্ষ থেকে একটি অ্যানিমেটেড মুভি দেখানো হয়, যার মূল উদ্দেশ্য ছিল তরুণদের মধ্যে আনন্দ ও উৎসাহের সংমিশ্রণ ঘটিয়ে সবুজের গুরুত্ব তুলে ধরা।

এছাড়া, সম্মেলনে ভয়েস অব ন্যাচার স্লোগানে গ্রিন ফটোগ্রাফি এক্সিবিশন, গ্রিন অলিম্পিয়াড, গ্রিন আইডিয়া, গ্রিন গেমস-২, গ্রিন প্রমিস অংশ সম্পন্ন হয়।

অনুষ্ঠানের সর্বশেষ অংশ গ্রিন প্রমিস এ আগত অংশগ্রহণকারীরা সবুজ সংরক্ষণ নিয়ে তাদের নিজ নিজ সংকল্প ব্যক্ত করেন।

সম্মেলনটির সমাপনী অংশে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার এবং স্মারক তুলে দেওয়া হয়।

সমাপনী অংশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবির উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভুইয়া।

সম্মেলনের আয়োজনে সহযোগিতায় ছিল প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইয়ুথ এনভায়রমেন্টাল ইনিশিয়েটিভ।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।