ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

রাজশাহীতে বন দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪
রাজশাহীতে বন দিবস উদযাপন

রাজশাহী: নানা আয়োজনে রাজশাহীতে শুক্রবার আন্তর্জাতিক বন দিবস উদযাপন করা হয়েছে।

এবারের বন দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘জীবন ও জীবিকার জন্য বন রক্ষা করুন।



বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

রাজশাহীর মোহনপুর উপজেলার বড়াইল হাইস্কুল মাঠে দিবসটি উপলক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে পরিবর্তিত প্রাকৃতিক পরিবেশে বন ও বন্যপ্রানী সংরক্ষণের প্রয়োজনীয়তা শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ডা. আবদুল মান্নান।

রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোল্যা রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ, সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।