ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

বিপন্ন প্রজাতির চিতা বিড়াল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৪
বিপন্ন প্রজাতির চিতা বিড়াল উদ্ধার

রাজশাহী: রাজশাহীতে বিপন্ন ও বিলুপ্তপ্রায় প্রজাতির একটি চিতা বিড়াল ও বানর  উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্ধারকারী দল।

রোববার দুপুরে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা রেজাউল করিম বাংলানিউজকে বিষয়টি জানান।



তিনি জানান, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি বাঘহাসনা গ্রামের লোকজন একটি বাড়ি থেকে প্রথমে চিতা বিড়ালটি আটক করে। খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন ওই এলাকা থেকে চিতা বিড়ালটি রাজশাহীতে আনা হয়েছে।

উদ্ধার হওয়া চিতা বিড়ালের দৈর্ঘ্য লেজসহ ৩ ফুট, উচ্চতা ১ দশমিক ৬ ফুট এবং ওজন প্রায় ৮ কেজি।

বন কর্মকর্তা মোল্লা রেজাউল করিম বলেন, প্রাণীটির বাম চোখে ও মাথায় ক্ষত থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল হাজবেন্ড্রি বিভাগের ডা. হেমায়েতুল ইসলাম আরিফের তত্ত্বাবধানে চিতা বিড়ালটির চিকিৎসা চলছে।

এদিকে একই দিনে রাজশাহী নগরীর গণকপাড়া মোড় থেকে একটি বানর উদ্ধার করা হয়। নিবিড় পরিচর্যা শেষে সুস্থ হওয়ার পর তাদের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বন কর্মকর্তা মোল্লা রেজাউল।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘন্টা, মার্চ ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।