ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

আমার নাম ‘বনসুন্দরী’

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৪
আমার নাম ‘বনসুন্দরী’

ঢাকা: লোকে আমাকে বনসুন্দরী বলে ডাকে। আমিও আমার নাম বলি বনসুন্দরী।

আমার ইংরেজি নাম Indian Pitta আর বৈজ্ঞানিক নাম Pitta brachyuran.

আকারে আমি খুব বেশি বড় নই। ১৯ সে.মি। ঠোঁট,চোখ কালো,কানের দু’পাশ থেকে ঘাড় বরাবর কালো কাজল টানা। মাথা-বুক-পেট হলুদ। পিঠ ও ডানা সবুজ। ডানায় খানিকটা আকাশি নীলের ছোঁয়া আছে। লেজ নেই বললেই চলে। শরীরে নানা রঙের মিশ্রণ আমাকে দিয়েছে বাড়তি সৌন্দর্য। বনের নানা রং আমার শরীরে আছে বলেই বোধহয় আমাকে বনসুন্দরী বলে ডাকা হয়।

আমি মূলত ভারতীয় উপমহাদেশের পাখি। বন-বাগিচায় থাকি। শিকার করি মাটিতে থেকে। দিনের বেশিরভাগ সময় তাই শিকার ধরতে আমাকে থাকতে হয় মাটিতে। বিভিন্ন প্রজাতির পোকা-মাকড় আমার প্রধান খাবার।

আমার কণ্ঠে রয়েছে তীক্ষ্ণ সুর। সুরেলা কণ্ঠে উইইইইইট.....পিউউউ করে ডাকি।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।