ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

ঈশ্বরদীতে ধানক্ষেতে মেছোবাঘ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৪
ঈশ্বরদীতে ধানক্ষেতে মেছোবাঘ

ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে একটি মেছোবাঘ উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের বাঘহাছলা গ্রামের ধনচাগাড়ি বিলের মাঠের একটি ধানক্ষেত থেকে মেছোবাঘটি উদ্ধার করা হয়।



স্থানীয় আজিজুল হাকিম বাংলানিউজকে জানান, ধনচাগাড়ি বিলের মাঠের একটি ধানক্ষেতে নিড়ানি দেওয়ার সময় কৃষক আজিমুদ্দিন প্রথমে মেছোবাঘটি দেখতে পান।



কৃষক আজিমুদ্দিন জানান, ধানক্ষেতে পানি দেওয়ার জন্য গভীর নলকুপের একটি পাইপের মধ্যে দিয়ে বাঘটি ধানের ক্ষেতে আসে। এসময় তিনি নলকুপের ড্রাইভার আব্দুস সালামেকে সঙ্গে নিয়ে বাঘটিকে শিকল দিয়ে বেধে রাখে।

খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ ঘটনাস্থল থেকে বাঘটিকে উদ্ধার করে। বাঘটিকে দেখার জন্য শত শত লোকজন জড়ো হয়।



ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, বনবিভাগের কর্মকর্তাতের মাধ্যমে বাঘটিকে কাছের কোনো চিড়িয়াখানায় হস্তান্তরের ব্যবস্থা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।