ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

বঙ্গবন্ধু সাফারি পার্কে সুন্দরবনের অসুস্থ বাঘের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৪
বঙ্গবন্ধু সাফারি পার্কে সুন্দরবনের অসুস্থ বাঘের মৃত্যু

গাজীপুর: সুন্দরবন থেকে চিকিৎসার জন্য আনা অসুস্থ একটি বাঘ গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে মারা গেছে। অস্ত্রোপচারে পর শুক্রবার সকাল ১০টায় বাঘটি মারা যায়।



শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল জলিলের নেতৃত্বে গঠিত কমিটির ময়না তদন্ত শেষে পার্ক চত্বরের বাঘটিকে মাটি চাপা হয়েছে।

সাফারি পার্ক সূত্র জানায়, চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সুন্দরবন থেকে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য বাঘটিকে বঙ্গবন্ধু সাফারি পার্কে আনা হয়। বাঘের সামনের ডান পায়ে অস্ত্রোপচার করা হয়েছিল।

বঙ্গবন্ধু সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা শিব প্রসাদ জানান, অগ্রভাগের ডান পায়ে আঘাতপ্রাপ্ত বাঘটি সুন্দরবন থেকে এ পার্কে আনা হয়েছিল চিকিৎসার জন্য। বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়ের সার্জারি বিভাগের প্রধান ডা. মিজানুর রহমানের তত্ত্বাবধানে বাঘের পায়ে অস্ত্রোপচার করা হয়। শুক্রবার সকালে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় বাঘটি মারা যায়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।