ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

রাজশাহীতে ‘মদনটাক’ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৪
রাজশাহীতে ‘মদনটাক’ উদ্ধার

রাজশাহী: বিলুপ্তপ্রায় ‘মদনটাক পাখি’ উদ্ধার করেছে রাজশাহী বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

 

শনিবার নওগাঁ সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের সহায়তায় সাপাহারের হাপানিয়া এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

 

রাজশাহী বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মোল্লা রেজাউল করিম জানান, শুক্রবার নওগাঁ সদর উপজেলার হাপানিয়ার গ্রামবাসীরা মদনটাক পাখিটির সন্ধান পেয়ে সেটিকে ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেন।  

 

এসময় মদনটাকটির ডানায় মারাত্মক ক্ষত দেখা যায়। পরে পাখিটিকে ভেটেনারি চিকিৎসকের পরামর্শে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা দেওয়া হয়। সেখান থেকে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মদনটাকটি গ্রহণ করে রাজশাহী নিয়ে যান। এখানে ডা. হেমায়েতুল ইসলাম আরিফের তত্ত্বাবধানে চিকিৎসা ও নিবিড় পরিচর্যা চলছে।

 

প্রকৃতি থেকে মদনটাকের সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে বলেও জানান তিনি।

 

পাখি বিশেষজ্ঞ ফিরোজ আল সাবাহ জানান, এই প্রজাতির মদনটাক এখন বাংলাদেশে সর্বসাকুল্যে ২০০টিরও কম আছে। বাসা তৈরি, বসবাস ও প্রজনণের জন্য প্রয়োজনীয় উচুঁ ও পুরাতন বৃক্ষ নিধন, বন উজাড়, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বিনষ্ট হওয়ায় এসব পাখি ও বহু প্রাণীর সংখ্যা দ্রুত কমছে।

 

বাংলাদেশ সময়: ২০২৩ ঘন্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।