ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

ভালোবাসা দিবসে ‘পাখির জন্য ভালোবাসা’

সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৪
ভালোবাসা দিবসে ‘পাখির জন্য ভালোবাসা’

সিলেট: ভালোবাসা আবদ্ধ নেই শুধু মানুষের মধ্যে। ভালোবাসা এখন সবার।

পরিবেশ, প্রকৃতির, পাখপাখালির প্রতিও। তার প্রমাণ দিতেই ভালোবাসার অন্যরকম আয়োজন করেছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

শুক্রবার পাখির প্রতি ভালোবাসা জানিয়ে তারা গাছে গাছে বেঁধে দিয়েছেন বাসা। গাছে কলসি বসিয়ে ‘শালিক’ পাখির বাসায় ভালোবাসার নিদর্শন রেখেছেন বিশ্ববিদ্যালয়ের ডক্তর অব ভেটোনারি মেডিসিন (ডিভিএম) ফ্যাকাল্টির ১৯তম ব্যাচের শিক্ষার্থীরা।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, এখানে শালিকের সংখ্যা প্রচুর। মাঝে মধ্যে ক্লাসকক্ষেই চলে আসে তারা। ফলে আদর-ভালোবাসা তো প্রতিদিনই পায়। কিন্তু বিশেষ দিবসে বিশেষভাবে ভালোবাসা দিতেই ব্যতিক্রমী এ আয়োজন করেন শিক্ষার্থীরা।

ডিভিএম  ফ্যাকাল্টির ১৯তম ব্যাচের শিক্ষার্থী মনজুর, জুনায়েদ ও সাইফুলই এ কাজের প্রস্তাব দেন। সেই প্রস্তাবে সাড়া দিয়ে গাছে গাছে কলসি বসানো হয় শালিক আর ঘুঘু পাখির জন্য।

কাছের কিছু বন্ধুদের নিয়ে বিপুল উৎসাহে ভালোবাসা দিবসে তারা ক্যাম্পাস ঘুরে ঘুরে পাখিদের জন্য আবাস তৈরি করে দেন।

তাদেরই বন্ধু সাইদুল, বাছিত, রাজু, বিশ্বজিৎ, ফয়েজ, প্রান্ত, রাজন, সুবির, শাহরুল, বিনায়েক, সুজিত, নাহিদ, ইমরান, ফরহাদ, চামেলি, শতাব্দী, পপি, শম্পা, সুস্মিতাসহ আরও অনেকেই এগিয়ে এসেছেন। বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত।  

আর ক্যাম্পাসের প্রাণী অধিকার বিষয়ক সংগঠন প্রাধিকার ছিলো তাদের সঙ্গেই।

প্রাধিকার সভাপতি রাহুল তালুকদার, শিক্ষক ডা. তিলক নাথের সমর্থন তাদের এ কাজে আরও এগিয়ে দিয়েছে বলে জানিয়েছেন ফ্যাকাল্টির ১৯তম ব্যাচের শিক্ষার্থীরা।

ডা. তিলক নাথ বলেন, ওদের এ উদ্যোগ আমার অনেক ভালো লেগেছে। তরুণরা যদি এভাবে এগিয়ে আসেন আমাদের দেশের পরিবেশ নিয়ে আর চিন্তা করতে হবে না।

উদ্যোক্তারা বলেন, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যদি উদ্যমী তরুণরা এভাবে জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করে, তাহলে বিশ্বের দরবারে আমাদের ক্যাম্পাসগুলোর আলাদা ইমেজ তৈরি হবে। আর সেটা যদি হয় ভালোবাসা দিবসে ভালোবাসার তরে তাহলে তো কথাই নেই’।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।