ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

শ্রীমঙ্গলে জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্পেশালিস্ট এনভায়রনমেন্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৪
শ্রীমঙ্গলে জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল: শ্রীমঙ্গলে জয়বায়ু বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এমসিডা সংস্থার উদ্যোগে উপজেলা টিটিডিসি হলরুমে সকাল সাড়ে ১১টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘বাংলাদেশে জালবায়ু পরিবর্তন কৌশলপত্র ও কর্মপরিকল্পনা’ শীর্ষক এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নেন আন্তর্জাতিক সংস্থা পিএসআরএল অক্সফোর্ডের কনসালটেন্ট ও স্টামফোর্ড ইউনিভারসিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জুসী ডায়না বিশ্বাস।  

এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সম্ভাব্য প্রতিকার সম্পর্কে আলোকপাত করা হয়।  কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এমসিডার প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন, প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী, সমাজকল্যাণ কর্মকর্তা আশিকুজ্জামান, এমসিডার সভাপতি মিজানুর রহমান আলম প্রমুখ।  

 

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।