ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

বিশ্বনাথে খাঁচাবন্দি মেছো বাঘ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪
বিশ্বনাথে খাঁচাবন্দি মেছো বাঘ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটের বিশ্বনাথে মানুষের পাতা ফাঁদে ধরা পড়ে খাঁচাবন্দি হয়েছে একটি মেছো বাঘ।

বুধবার ভোরে উপজেলার দশঘর ইউনিয়নের বরুণী গ্রামের আলফু মিয়ার বাড়িতে (সারং বাড়ি) বাঘটি আটকা পড়ে।



স্থানীয়রা জানান, বরুণী গ্রামে দীর্ঘদিন ধরে এ মেছো বাঘটি উৎপাত করে আসছিল। বিভিন্ন সময় মানুষের হাস-মুরগি ধরে নিয়ে খেয়ে ফেলতো বাঘটি। তাছাড়া পাকা ধান খেতও নষ্ট করছিলো এ মেছো বাঘ।

অতিষ্ঠ হয়ে নাচুনী গ্রামবাসী মঙ্গলবার আনোয়ার আলীর বাড়িতে হাঁস-মুরগির খোয়াড়ের পাশে ফাঁদ পাতেন। রাতের কোনো এক সময় বাঘটি শিকার করতে এসে ফাঁদে আটকা পড়ে।

আলফু মিয়া বলেন,  অনেকদিন ধরে বাঘটি আমাদের জ্বালাতন করছিলো। তাই ফাঁদ পেতে এটিকে আটক করতে হলো।

এদিকে বাঘটি আটকের খবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বন্যপ্রাণী ও সংরক্ষণ বিভাগকে অবহিত করা হলে দুপুরে বন কর্মকর্তা মোনায়েম হোসেন ও ফরেস্ট রেঞ্জার ইমাম উদ্দিনের নেতৃত্বে একটি টিম এসে মেছো বাঘটিকে উদ্ধার করে নিয়ে যান।

বন কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, বাঘটিকে খাদিমনগর জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।