ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

নতুন প্রজাতির ডলফিনের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৪
নতুন প্রজাতির ডলফিনের সন্ধান

ঢাকা: নতুন প্রজাতির ডলফিন আবিষ্কার করেছে ব্রাজিলের বিজ্ঞানীরা। ১৯১৮ সালের প্রথম বিশ্বযুদ্ধের পর আবিষ্কৃত নতুন এই ডলফিন নদীতে থাকে।

সম্প্রতি ব্রাজিলের  আরাগুইয়া নদী উপত্যকায় এই ডলফিন বিজ্ঞানীদের চোখে পড়ে।

নদীটির নামানুসারে ডলফিনের নামকরণ করা হয়েছে আরাগুইয়া ডলফিন।

গত সপ্তাহে ‘প্লস ওয়ান’ জার্নালে এই নিয়ে গবেষকরা একটি নিবন্ধ প্রকাশ করেন। সেখানে তারা বলেন,  দুই মিলিয়ন বছর আগে দক্ষিণ আমেরিকায় নদীতে যে ধরনের ডলফিন ছিল তা থেকে এই ডলফিন সম্পূর্ণ আলাদা প্রজাতির। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমাজন থেকে দুই মিয়িয়ন বছর আগে এই ডলফিন বিলুপ্ত হয়ে যায়।

তবে অন্যান্য ডলফিনের চোয়ালে যেখানে ২৫-২৯টি দাঁত থাকে সেখানে নতুন এই প্রজাতির ডলফিনের দাঁত রয়েছে ২৪টি।

আরাগুইয়া নদী উপত্যকায় প্রায় এক হাজারের প্রজাতির প্রাণীর বাস। নদীর ডলফিন এদের মধ্যে সবচেয়ে বিরল।

আমাজানের ফেডারেল ইউনিভার্সিটি প্রধান গ্রন্থকার ডা. থমাস হারবেক বলেন, বিষয়টি খুবই উত্তেজনার। এটি এমন একটি এলাকা যেখানে লোকজন প্রতিনিয়ত এই প্রাণীগুলোকে দেখতে পায়। কিন্তু কেউ কোনো দিন চিনতে পারেনি নতুন প্রজাতির ডলফিনগুলোকে। অনেকে এদেরকে বড় তিমি মনে করতো।

তবে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এই ডলফিনও হুমকির মুখে।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।