ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

নীলফামারীতে বিরল প্রজাতির নেপালি ঈগল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪
নীলফামারীতে বিরল প্রজাতির নেপালি ঈগল উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: বিশ্বব্যাপী বিপন্ন ও বিরল প্রজাতির একটি নেপালি ঈগল নীলফামারী থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর ঈগলটিকে নেওয়া হয়েছে রাজশাহীতে।



বুধবার সকালে নীলফামারী সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র থেকে পাখিটি সংস্থাটির রাজশাহী বিভাগীয় কার্যালয়ে নেওয়া হয়।
eagle-pic-1
এর আগে, ১১ জানুয়ারি নীলফামারী সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ডানায় গুলিবিদ্ধ ও মারাত্মক আহত অবস্থায় বিরল এ ঈদলটি উদ্ধার করেন।

পরে রেঞ্জ কর্মকর্তা আবদুল মজিদের তত্ত্বাবধানে পাখিটিকে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে জরুরি চিকিৎসা, পরিচর্যা ও খাবার পরিবেশনের মাধ্যমে সুস্থ করে তোলা হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বিভাগীয় কর্মকর্তা মোল্যা রেজাউল করিম  জানান, বর্তমানে বিশেষ ব্যবস্থায় বিরল প্রজাতির এ ঈগলটির আরও চিকিৎসা চলছে।

তিনি বলেন,  আফ্রিকা, আরব, সাইবেরিয়া, নেপাল, মধ্য ও দক্ষিণ এশিয়ায় এই প্রজাতির অসংখ্য ঈগল বসবাস করলেও প্রকৃতিতে বর্তমানে ঈগলের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় উঁচু ও পুরাতন বৃক্ষ নিধন, বন উজাড় এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বিনষ্ট হওয়ায় ঈগল, শকুন, চিল, বাজ, পেঁচাসহ বৃহদাকার শিকারি ও মাংসাশী পাখি বিশ্ব্যাপী হুমকিতে। এসব পাখির খাদ্যাভাব, বাসা তৈরি, বসবাস ও প্রজনন বাধাগ্রস্ত হওয়া এদের কমে যাওয়ার মূল কারণ। ফলে বিরল প্রজাতির তালিকায় চলে গেছে এসব প্রজাতির পাখি।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।