ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

সবুজপ্রেমী সুরুজ মিয়ার সবুজ বেষ্টনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
সবুজপ্রেমী সুরুজ মিয়ার সবুজ বেষ্টনী

ময়মনসিংহ: দূর থেকে ঢেউ খেলানো গারো পাহাড়ের হাতছানি। কাঁটা তারের বেড়ায়ও ম্লান হয়নি সেই পাহাড়ী সৌন্দর্য।

গারো পাহাড়ের এমন সৌন্দর্য দূর থেকেই হাতছানি দিয়ে ডাকে পর্যটকদের।  

গারো পাহাড় থেকে টিকড়ে পড়া এ সৌন্দর্যের মধ্যেই রয়েছে আরেক সৌন্দর্য। সুরুজ মিয়ার সবুজ বেষ্টনী। হালুয়াঘাট সদর থেকে ৬ কিলোমিটার উত্তরে পাহাড়ের কোলে গড়ে উঠেছে এক সবুজ বেষ্টনী।

সবুজের স্বপ্ন ও ইচ্ছার সমন্বয় ঘটিয়ে স্থানীয় কড়ইতলী ইউনিয়নের চেয়ারম্যান সুরুজ মিয়া গড়ে তুলেছেন এ সবুজ বেষ্টনী।

কড়ইতলীর কয়লা বন্দর সংলগ্ন ৫ একর পতিত জমি এখন সবুজের সমারোহে ভরে উঠেছে । চোখ জুড়ানো সবুজ আগন্তুকদের মন ছুয়ে যায়।

এমন চোখ জুড়ানো সবুজ ও পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে হলে আসতে হবে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কড়ইতলী ইউনিয়নে।

বৃক্ষপ্রেমিক সুরুজ মিয়া বাল্যকাল থেকেই বাড়ির আশপাশ ও খালি জায়গায় নিজ উদ্যোগে গাছ লাগান। ২০০৬ সাল থেকে সবুজ বাগান গড়ে তোলার উদ্যোগ নেন সুরুজ।   তার উদ্যোগেই কড়ইতলীর কয়লা বন্দরের নিকটে ৪ একর জমিতে লাগানো হয় আকাশ মণি, জাম, মেহগনি ও ইউক্যালিপটাসসহ প্রায় আড়াই হাজার গাছ।

স্থানীয়রা জানায়, সুরুজ মিয়া গাছ ভালবাসেন ও গাছের যত্ন নিতে এলাকাবাসীকে উদ্বুদ্ধ করেন।

সুরুজ মিয়া বলেন, ‘সবুজ গ্রাম গড়ে তোলার স্বপ্ন আমার। আমি চাই এলাকার মানুষের মাঝে সবুজ প্রেম জাগ্রত হোক। রক্ষা হোক পরিবেশের ভারসাম্য। সবুজ প্রেম হৃদয়তন্ত্রীতে গেঁথে গেলে এলাকায় অপরাধ প্রবণতা কমবে। ’

বাংলাদেশ সময় ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।