ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

তাড়াশে ৭০ কচ্ছপসহ ৩ শিকারি আটক, কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
তাড়াশে ৭০ কচ্ছপসহ ৩ শিকারি আটক, কারাদণ্ড

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিল থেকে ধৃত ৭০টি কচ্ছপসহ তিন শিকারিকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার রানিরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।



পরে রাত সাড়ে ৭টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেক শিকারিকে একবছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়া জেলার শেরপুর উপজেলার সিরাজনগর গ্রামের নিশি চন্দ্র শীল, একই এলাকার ধিরেন্দ্রনাথ রায় ও সুনীল রায়।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শরীফ রায়হান কবির এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রানিরহাট এলাকায় চলনবিল থেকে শিকারীরা কচ্ছপ শিকার করছে- এমন সংবাদ পেয়ে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা বিকেলে ঘটনাস্থলে যান। এসময় ৭০টি জীবিত কচ্ছপসহ তিন শিকারিকে আটক করা হয়।

পরে, বন বিভাগের রাজশাহী বিভাগীয় কর্মকর্তা রেজাউল আলমকে সঙ্গে নিয়ে কচ্ছপগুলোকে চলনবিলে অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
সম্পাদনা: মনিরুজ্জামান, নিউজরুম এডিটর;এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।