ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

মহাস্থানগড়ে বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
মহাস্থানগড়ে বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: বগুড়ার মহাস্থানগড় সবুজ নার্সারি থেকে একটি বিপন্ন প্রজাতির গ্রিধিনি শকুন উদ্ধার করেছে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

রোববার সরকারি আজিজুল হক কলেজের তরুণ শিক্ষার্থীদের সংগঠন ‘তীর’-এর সহযোগিতায় বন বিভাগের কর্মীরা শকুনটি উদ্ধার করেন।



শকুনটি অসুস্থ অবস্থায় লোকালয়ে আসলে ‘সবুজ নার্সারী’র মালিক অধ্যাপক আবদুল মান্নান শকুনটিকে উদ্ধার করে চিকিৎসা ও খাবার ব্যবস্থা করেন। পরে শকুনটির অবস্থার উন্নতি হলে ‘তীর’-এর সদস্যদের সহায়তায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খবর দেওয়া হয়।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম বাংলানিউজকে জানান, এক সময়ে উত্তরাঞ্চলে কয়েক প্রজাতির অসংখ্য শকুন বাস করলেও প্রকৃতিতে বর্তমানে শকুনের সংখ্যা আশঙ্কাজনক কমছে।

গবাদি পশুর চিকিৎসায় ব্যবহৃত ডাইক্লোফেনাক জাতীয় ঔষুধের প্রতিক্রিয়ায় কিডনি নষ্ট হয়ে দ্রুত মৃত্যুর কারণে এ অঞ্চল শকুন শূন্য হতে চলেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
সম্পাদনা: অনিক তরফদার, নিউজরুম এডিটর/এসএফআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।