ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

বিটি বেগুন মানবদেহে রোগের সৃষ্টি করে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
বিটি বেগুন মানবদেহে রোগের সৃষ্টি করে

ঢাকা: বিটি বেগুন মানবদেহে মারাত্মক সব রোগের সৃষ্টি করে বলে জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

শনিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘বাংলাদেশে বিটি বেগুন: সম্ভাবনা ও সমস্যা’ শীর্ষক এক আলোচনায় সভায় এ সব কথা বলেন আলোচকরা।



আলোচনা সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক এ এম মুয়াজ্জেম হুসেইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রসায়নবিদ জাহেদুর রহমান, বি-সেভ ফাউন্ডেশন এর সহসভাপতি ড. এ এন এম রেজাউল করীম, নয়া কৃষি আন্দোলনের নির্বাহী পরিচালক ফরিদা আখতার, উবিনীগ-এর গবেষক ড. এম এ সোবহানসহ অন্যান্যরা।
আলোচনায় সভায় মূল বক্তব্য প্রদানকালে রসায়নবিদ জাহেদুর রহমান বলেন, বিটি বেগুন মানব দেহের মারাত্মক সব রোগের সৃষ্টি করে। বিটি বেগুনের অপকারিতা গবেষণায় উঠে আসার কারণে ইতোমধ্যে ভারত ও ফিলিপাইন এ বেগুনের উৎপাদন বন্ধ করেছে।

অথচ দেশে বিটি বেগুন উৎপাদনে সরকারি অনুমোদন দেওয়া হয়েছে, যা রীতিমতো বাংলাদেশের জন্য দুঃসংবাদ।

বিটি বেগুনের নানা অপকারিতা আলোচনা করে দেশে বিটি বেগুন উৎপাদন বন্ধের দাবি জানায় বাপা।

এ সময় অন্যান্য বক্তারা বলেন, বিটি টক্সিন একটি পরীক্ষিত বিষ। বিটি বেগুনের টিবিটি ও এসপিএস-এর কারণে রফতানি বিঘ্নিত হতে পারে। ভোক্তা অধিকার খর্ব করে বিটি বেগুন উৎপাদন করা চলবে না।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৩
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।