ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

ডানায় পাড়ি ১৬ হাজার মাইল

জনি সাহা, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
ডানায় পাড়ি ১৬ হাজার মাইল

ঢাকা: ১৬ হাজার মাইল পাড়ি দিয়েছে পাখিটি। কিন্তু এতটুকু ওজনও হারায় নি।

আর এর মাধমে বিশ্ব রেকর্ড গড়েছে পালারোপ নামে বিরল প্রজাতির পাখিটি।

এ বিষয়ে ডেইলি মেইল জানায়, ইউরোপীয়ান প্রজাতির পাখিটি স্কটল্যান্ডের শিটল্যান্ড থেকে পেরু ভ্রমণ করে পুনরায় শিটল্যান্ডে ফিরে এসেছে, কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই।

পাখিটির পায়ে একটি রেকর্ড যন্ত্র লাগিয়ে দেওয়ার মাধ্যমে এ পথ রেকর্ড করা হয়।

রয়্যাল সোইসটি ফর দ্য প্রোটেকশেন অব বার্ডস’র (আরএসপিবি) ম্যালকম স্মিথ নামে এক মুখপাত্র জানান, বিষয়টি আসলেই অসাধারণ।

লাল রঙের ঘাড়ওয়ালা পাখিটি ব্রিটেনে দুর্লভ। ধারণা করা হয়, স্কটল্যান্ডে প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করার পর পাখিটি অ্যারাবিয়ান সমুদ্রবর্তী এলাকায় অবস্থান নেয়।
 
পাখিটি তার পথ পরিক্রমায় উত্তর আটলান্টিক যেতে আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডে যাত্রা বিরতি দেয়। পেরু ফেরার পথে পাখিটি একই পথ ‍অনুসরণ করে বলে জানান স্মিথ।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad