ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

ম্যান্ডেলার নামে নতুন প্রজাতির প্রাণী!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
ম্যান্ডেলার নামে নতুন প্রজাতির প্রাণী!

ঢাকা: দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার নামানুসারে নামকরণ করা হলে একটি সামুদ্রিক প্রাণীর। দক্ষিণ আফ্রিকার উপকূলে সন্ধান পাওয়া চিংড়ি শ্রেণীর নতুন এ প্রজাতিটির নাম দেওয়া হয়েছে নেলসন ম্যান্ডেলার প্রতি সম্মান জানাতেই।



ক্ষুদ্রাকৃতির এ প্রাণীটি দৈর্ঘ্য মাত্র সাত মিলিমিটার।

নতুন প্রজাতির এ প্রাণীটির সন্ধান পান লন্ডনের ন্যাচারাল হিস্টরি মিউজিয়ামের পিএইচডি শিক্ষার্থী ডিভা আমান।

তিনি বলেন, ভারত মহাসাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের সমুদ্রের উপরিভাগের মাত্র ৭৫০ মিটার নিচে প্রাণীটির সন্ধান পাওয়া যায়।

সমুদ্রের তলদেশে প্রাণীদের বৈচিত্র্য ও রহস্য এখনো আমাদের যে অজানা তার একটি উদাহরণ হলো এটি।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।