ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

রাজশাহীতে বিরল প্রজাতির ১২টি কচ্ছপ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৪
রাজশাহীতে বিরল প্রজাতির ১২টি কচ্ছপ উদ্ধার

রাজশাহী: রাজশাহীর নিউ মার্কেট এলাকা থেকে এবার বিরল প্রজাতির ১২টি কচ্ছপ উদ্ধার করেছে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর উদ্ধারকারী দল।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে এসব কচ্ছপ উদ্ধার করা হয়।

কচ্ছপগুলো মধ্যে ৬টি আসাম কড়িকাইট্টা জাতের এবং অপর ৬টি বিরল প্রজাতির।

রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা মোল্লা রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকারী দলের উপস্থিতি টের পেয়ে এ কচ্ছপ ফেলে পালিয়ে যায় বিক্রেতারা। পরে   উদ্ধার করা হয়। কচ্ছপগুলো বিক্রির জন্য রাজশাহী নগরীতে নিয়ে আসা হয়েছিলো বলে জানান তিনি।

উদ্ধার করা কচ্ছপগুলি বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর কার্যালয়ে নিয়ে নিবিড় পর্যবেক্ষণ ও পরিচর্যা করা হচ্ছে। শিগগিরই সেগুলো উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানান বিভাগীয় বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘন্টা, জানুয়ারি ০৯, ২০১৪
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডটির কো-র্অডনিশেন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।