bangla news

মুন্সীগঞ্জে হরিণের মাংস ও অতিথি পাখি উদ্ধার

|
আপডেট: ২০১৪-০১-০২ ১১:৪৯:১৬ পিএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লার পাগলা কোস্টগার্ড স্টেশন শুক্রবার ভোরে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৪শ’ কেজি হরিণের মাংস ও ১৪৯টি অতিথি পাখি উদ্ধার করেছে।

নারায়ণগঞ্জ: ফতুল্লার পাগলা কোস্টগার্ড স্টেশন শুক্রবার ভোরে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৪শ’ কেজি হরিণের মাংস ও ১৪৯টি অতিথি পাখি উদ্ধার করেছে।

পাগলা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সাব লে. হাসানুর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার মেঘনা নদীর মোহনায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকামুখী এমভি ফারহান-৩ নামের একটি লঞ্চে তল্লাশি চালানো হয়।

পরে ওই লঞ্চ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪শ’ কেজি হরিণের মাংস এবং ১৪৯টি অতিথি পাখি আটক করা হয়।

এসময় এসব পাখি ও মাংসের কোনো মালিককে পাওয়া যায় নি। পরবর্তীতে হরিণের মাংস ও অতিথি পাখি আইনানুগ ব্যবস্থা নিতে মুন্সিগঞ্জ ফরেস্ট অফিসারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৪
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জলবায়ু ও পরিবেশ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2014-01-02 23:49:16