ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

রংপুরে বিরল প্রজাতির মেছোবাঘ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৪
রংপুরে বিরল প্রজাতির মেছোবাঘ উদ্ধার

রাজশাহী: রংপুরের গঙ্গাচড়া উপজেলার এক বাড়ি থেকে বিরল প্রজাতির একটি মেছোবাঘ উদ্ধার করেছে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

উদ্ধার করা মেছোবাঘটিকে বৃহস্পতিবার চিকিৎসার জন্য গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে।



রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা রেজাউল করিম জানান, ৩ ফুট দৈর্ঘ্য ও ১ ফুট উচ্চতার মেছোবাঘটিকে অসুস্থ অবস্থায় রংপুরের একটি বাড়ি থেকে উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। প্রাণীটির মেরুদণ্ড ও পিছনের পা মারাত্মক আঘাতপ্রাপ্ত ছিলো।

প্রাথমিকভাবে বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তাদের তত্ত্বাবধানে মেছো বাঘটিকে চিকিৎসা দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, আরও চিকিৎসার জন্য বাঘটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর একে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে জানান বিভাগীয় এই বন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর/রাইসুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর (অ্যাক্ট.)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।