ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

চরফ্যাশনে মেছোবাঘ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৪
চরফ্যাশনে মেছোবাঘ উদ্ধার

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর গ্রামের এক ধানক্ষেত থেকে একটি মেছোবাঘ উদ্ধার করেছে স্থানীয় জনতা।  

বুধবার দুপুরে বাঘটি উদ্ধারের পর বিকেলে উপজেলার চর মানিকা সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হয়।



স্থানীয় সূত্রে জানা যায়, জাহানপুর গ্রামে ধানক্ষেতে বড় আকারের একটি মেছোবাঘ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা চারদিকে থেকে ঘিরে ফেলে বাঘটি আটক করে।

মেছো বাঘটিকে এক নজর দেখার জন্য শত শত উৎসুক জনতা ভিড় জমান। অনেকের মধ্যে বেশ কৌতুহলের সৃষ্টি হয়।

পরে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বাঘটি হস্তান্তর করা হলে তার তত্ত্বাবধানে বনবিভাগের কর্মকর্তারা বাঘটিকে চর মানিকার বনে ছেড়ে দেন।

চরফ্যাশনের ইউএনও রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খাদ্যের সন্ধ্যানে বাঘটি লোকালয়ে চলে এসেছিল।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৪
সম্পাদনা: মনিরুজ্জামান ও সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।