ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

রাজশাহী আকাশে অবমুক্ত লক্ষ্মীপেঁচা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
রাজশাহী আকাশে অবমুক্ত লক্ষ্মীপেঁচা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ একটি বিপন্ন প্রজাতির লক্ষ্মীপেঁচা অবমুক্ত করেছে।

মঙ্গলবার রাজশাহীর পবা উপজেলার নার্সারি কেন্দ্রের প্রাকৃতিক পরিবেশে পেঁচাটি অবমুক্ত করা হয়।


 
রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিম বাংলানিউজকে জানান, বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের টহল দল ১১ ডিসেম্বর মহানগরীর সিটিবাইপাস এলাকা থেকে ওই লক্ষ্মী পেচাঁটি উদ্ধার করে।

এদিকে একদল কাকের কবলে পড়ে গুরুতর আহত হওয়া ওই পেঁচাটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে চিকিৎসা ও নিবিড় পরিচর্যা দিয়ে সুস্থ করে তোলা হয়।

পরে পেঁচাটিকে  অবমুক্তি করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- রাজশাহী সামাজিক বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র, জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা শরিফুজ্জামান, আশরাফুল ইসলাম, আমজাদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
সম্পাদনা: মিলিত‍া বাড়ৈ, নিউজরুম এডিটর, সুকুমার সরকার আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।