bangla news

হাসিতে গড়াগড়ি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩-১০-২০ ৫:২২:৪০ পিএম

প্রাণিবিদরা অনেক আগেই প্রমাণ করেছেন, মানুষের মতো প্রাণিরাও অনুভূতিশীল। তারা দু:খে যেমন কাঁদে তেমনি সুখে হাসে। চিমটি কাটলে যেমন চিৎকার তেমনি কষ্ট পেলে মন খারাপ করে। প্রাণিদের এই বৈচিত্র্যময় জীবন আমাদের কাছে প্রায় অধরাই থেকে যায়।

ঢাকা: প্রাণিবিদরা অনেক আগেই প্রমাণ করেছেন, মানুষের মতো প্রাণিরাও অনুভূতিশীল। তারা দু:খে যেমন কাঁদে তেমনি সুখে হাসে। চিমটি কাটলে যেমন চিৎকার তেমনি কষ্ট পেলে মন খারাপ করে। প্রাণিদের এই বৈচিত্র্যময় জীবন আমাদের কাছে প্রায় অধরাই থেকে যায়।

আবার কখনো কখনো ধরাও পড়ে। যেমনটি ধরা পড়েছে ফটোগ্রাফার ভেরোনিকা ক্র্যাফটের লেন্সে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মনেটেরির একটি নদী থেকে সিল মাছের হাসি তিনি ফ্রেমবন্ধি করেছেন।  ছবিগুলোর ক্যাপশন ছিল এমন: ‘হাসিতে গড়াগড়ি খাচ্ছে সিল’।


হয়তোবা এই সিল মাছটি পৃথিবীর সবচেয়ে মজার কোন কৌতুক শুনেছে। নয়তোবা এভাবে হাসতে যাবে কেন সে!


কোনভাবেই হাসিটা ধরে রাখতে পারলো না বেচারা। মনে হচ্ছে, হাসতে হাসতে এখনই বুঝি পড়ে যাবে।


ধন্যবাদ ফটোগ্রাফার ভেরোনিকা ক্র্যাফট। আপনার ক্লিক ক্লিক ছাড়া হয়ত বিরল এই দৃশ্যটি অগোচরে থেকেই যেতো। হ্যাটস অফ, বস।


ক্র্যাফট এই সিল মাছটির নাম দিয়েছেন ‘লোল’ (অট্টহাসির সংক্ষিপ্ত রূপ)।  নামকরণটি সত্যি স্বার্থক হয়েছে।


আহা! নিজেকে নিয়ে সে কতই না সন্তুষ্ট, নিশ্চিন্ত।


ধন্যবাদ মি. ‘লোল’। সপ্তাহের শেষে এটি সত্যিই দরকার ছিলো।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৩
কেএইচ/জিসিপি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2013-10-20 17:22:40