ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

ঈশ্বরদীতে তাপমাত্রার পারদ ৪২.৫ ডিগ্রিতে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
ঈশ্বরদীতে তাপমাত্রার পারদ ৪২.৫ ডিগ্রিতে

পাবনা (ঈশ্বরদী): উপজেলায় চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  

সোমবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় ঈশ্বরদী আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (২৯ এপ্রিল) পাবনার ঈশ্বরদী উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঈশ্বরদীর ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই উপজেলায় এ বছরে আজকেই সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে।

তিনি আরও জানান, চলতি মৌসুমের শুরু থেকে ঈশ্বরদীর ওপর দিয়ে মৃদু, মাঝারি, তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকবে। এ মাসে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

এদিকে, টানা তীব্র তাপদহে বিপর্যস্ত হয়ে পড়ছে ঈশ্বরদীর স্বাভাবিক জীবনযাত্রা। সূর্যের প্রখর তাপে ঝলসে যাচ্ছে প্রাণ ও প্রকৃতি। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। ভ্যাপসা গরমে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠে যাচ্ছে। সর্দিকাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছে সববয়সী মানুষ।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।