bangla news

ধূপগুড়িতে দুর্লভ হলুদ বোড়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২-০৮-০৮ ১:০২:১৮ পিএম

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের জলঢাকা নদীর বাঁধের পাশের একটি গাছ থেকে বিরল প্রজাতির অসাধারণ সুন্দর এই সাপটিকে উদ্ধার করা হয়েছে সম্প্রতি। সাপটি লম্বায় সাড়ে ৩ ফিট।

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের জলঢাকা নদীর বাঁধের পাশের একটি গাছ থেকে বিরল প্রজাতির অসাধারণ সুন্দর এই সাপটিকে উদ্ধার করা হয়েছে সম্প্রতি। সাপটি লম্বায় সাড়ে ৩ ফিট।

বিষধর এই সাপটি পুরো হলুদ রঙের, এমনকি এর পেটের দিকটাও হলুদ। সাপটি উদ্ধার করেন বিশিষ্ট সর্প বিশারদ মিন্টু চৌধুরী। এসময় তাকে সহায়তা করেন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যরা।

সাপটি ধরার সময়ে কিছুটা আহত হয়। চিকিৎসায় সুস্থ হওয়ার পর সরিসৃপটিকে পাশের গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এসময় মিন্টু চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি বনবিটের রেঞ্জ অফিসার সুভাস চন্দ্র ঘোষ এবং গরুমারা জাতীয় উদ্যানের বিট অফিসার। সাপটি দুর্লভ প্রজাতির হওয়ায় ছেড়ে দেওয়ার আগে এর শরীর থেকে কিছু আঁশ ও টিস্যু সংগ্রহ করে রাখা হয়েছে পরবর্তীতে গবেষণার জন্য।
 
মিন্টু চৌধুরী জানান, তিনি সাপটিকে প্রথম দেখেন ১৯৯৫ সালে।

এর নাম দেওয়া হয়েছে ইয়েলো পিট ভাইপার যার বাংলা নাম করা হয়েছে হলুদ বোড়া। সরকারিভাবে এই নামটির স্বাকৃতি নেওয়ার চেষ্টা করছেন মিন্টু চৌধুরী।

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, ০৮ আগস্ট, ২০১২
সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2012-08-08 13:02:18