ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

টাইগার গ্যালারিতে উল্লাস ফেরালেন মাশরাফি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
টাইগার গ্যালারিতে উল্লাস ফেরালেন মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বার্মিংহাম থেকে: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের ছুঁড়ে দেয়া ২৬৫ রানের মাঝারি লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শিখর ধাওয়ান ও রোহিত শর্মার ব্যাটে এজবাস্টনের গ্যালারিতে ভারত যে প্রলয় উল্লাসে মেতেছিল সেই উল্লাসে ছেদ টানলেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা।

১৫তম ওভারে নিজেরে চতুর্থ ডেলিভারিতে শিখর ধাওয়ানকে ব্যক্তিগত ৪৬ রানে মোসাদ্দেকের হাতে ক্যাচ বানিয়ে লাল-সবুজের গ্যালারির নির্জনতা ভাঙ্গেন মাশরাফি।

মাশরাফির ওই আঘাতের পরই গ্যালারি কেঁপে উঠে বাংলাদেশ! বাংলাদেশ! ধ্বনিতে।

বন্ধ হয়ে যায় ভারতীয় সমর্থকদের ঢোলের বাদ্য, বাঁশি ও শঙ্খধ্বনি। একথা ঠিক এজবাস্টনের ব্যাটিং উইকেটে বাংলাদেশের দলীয় সংগ্রহ কম হয়ে গেছে।

ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের সামনে এমন সংগ্রহের পরও জয় পেতে বোলারদের জ্বলে উঠার পাশাপাশি ভাগ্যের সহায়তারও বিকল্প নেই।

তারপরেও আইসিসি’র কোন আসরে প্রথমবার সেমিফাইনালে উঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে এমন কঠিন সময় উপহার দেয়াটাই বা কম কিসে?  জয়তু টাইগারস!

স্থানীয় সময়: ১৫৫৮ ঘণ্টা, ১৫ জুন, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ