[x]
[x]
ঢাকা, বুধবার, ২ কার্তিক ১৪২৫, ১৭ অক্টোবর ২০১৮
bangla news

ম্যাচ পণ্ড হলেই নিউজিল্যান্ডের বিদায়

স্পেশাল করেসপন্ডেন্ট মহিবুর রহমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৬-০৯ ৬:৪২:২৭ এএম
ম্যাচ পণ্ড হলেই নিউজিল্যান্ডের বিদায়

ম্যাচ পণ্ড হলেই নিউজিল্যান্ডের বিদায়

কার্ডিফ থেকে: বৃষ্টিই না অবশেষ নিউজিল্যান্ডের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়। নেট রান রেটে পিছিয়ে থাকায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে কিউদের।

কেননা রান রেটে নিউজিল্যান্ডের চাইতে (-১.৭৪০) এগিয়ে থাকায় টুর্নামেন্টে কোনো ম্যাচ না জিতলেও টিকে থাকবে বাংলাদেশ (-০.৪০৭)।

বৃষ্টি বাধায় টুর্নামেন্টের আরেক দুর্ভাগা দল অস্ট্রেলিয়া। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুটি ম্যাচই পরিত্যক্ত হওয়ায় তাদের কোনো রান নেট রেট নেই।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হলে পরদিন ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারলে বিদায় নেবে অজিরা। ইংলিশদের হারাতে পারলে, ওই ম্যাচ পরিত্যক্ত হলে কিংবা ছোটো ব্যবধানে হারলে রান রেটে এগিয়ে শেষ চারে উঠে যাবে স্টিভেন স্মিথরা।
 
স্থানীয় সময়: ১১৩০ ঘণ্টা, ৯ জুন ২০১৭
এইচএল/এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa